জুমলা কি এবং কেন ব্যবহার করবেন

জুমলা হল একটি সম্পূর্ন ওপেন সোর্স সফটওয়্যার, আর অনলাইনের ভাষায় এটাকে
আমরা সি এম এস বলে থাকি। এটা সাধারন পিএসপি দিয়ে তৈরি। ২০০৫ সালে মেমবো এর
কিছু ফিচার নিয়ে জুমলা তৈরি করা হয় এবং Miro International Pvt Ltd.  এর
নামে একটি অলাভ জনক প্রতিষ্টান একে ট্রেড মার্ক করে।
জমুলা রিলিজ হয়ার প্রথম বছরে এটি ডাউনলোড করা হয় প্রায় ২.৫ মিলিয়ন (২৫
লাখ) বার । এরপর ২০০৭ এর মার্চ থেকে ২০১১ ফেব্রুয়ারি মাস পর্যন্ত এটি
ডাউনলোড হয়েছে প্রায় ২১ মিলিয়ন (২কোটি ১০লাখ ) বার।
কেন জুমলা ব্যবহার করবেন এবং এর সুবিধাঃ
এটা সম্পূর্ন ফ্রী , এর জন্য আপনার কোন টাকা ব্যয় হবে না।
সুন্দর সুন্দর ফিচার এর জন্য।
আপনি কোডিং না জানলেও জুমলা ব্যবহার করে আপনি সহজে যেকোন ডাইনামিক সাইট বানাতে পারবেন।
হাজার হাজার প্লাগইন এবং থিম এর ভান্ডার আসে , যা থেকে আপনি সহজে সব কিছু ব্যবহার করে আপনার ওয়েব সাইট আর সুন্দর করতে পারবেন।
এটি ইনস্টল করা অনেক সহজ , শুধু মাত্র মাউস ক্লিক দ্বারাই একটি সুন্দর ওয়েবসাইট তৈরী সম্ভব।
এটি ব্যবহার করা অনেক সহজ তাই।
লিখেছেন: সাঈদ আলী হাছান

No comments:

Post a Comment